Logo
table-post
ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের  প্রতিষ্টা বার্ষিকী  পালন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি


ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

প্রায় দুই হাজার নেতাকর্মি ও সমর্থকদের সমন্বয়ে একটি বিশাল র‌্যালী ফকিরহাট বিশ^রোড মোড় থেকে শুরু করে কাঠালতলা মোড় হয়ে ফকিরহাট বাজার প্রদিক্ষন করে ডাক বাংলো চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, জেলা বিএনপি’র সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান ও ইফতেখার আহম্মেদ পলাশ। প্রধান বক্তৃা ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। 

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরু’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ মুশফিকুরজ্জামান রিপন ও এস এম আলমগীর কবির সহ বিপুল সংখ্যাক নেতাকর্মি ও সমর্থকবৃন্দ। এর আগে সকাল ১০টা হতে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল সহকারে শতশত নেতাকর্মি সভাস্থলে এসে হাজির হলে সভা স্থল যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। 
 

@bagerhat24.com