Logo
table-post
ফকিরহাটে নাবালিকা ধর্ষণচেষ্টা: রাকিবসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় মামলা দিতে না পেরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহিরদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযোগে বলা হয়, বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার রাকিব নামের এক যুবক ওই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। পরে কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল তার সহযোগী রাহুল ও আলমগীরসহ আরও কয়েকজন

তারা মেয়েটিকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে অভিযুক্তদের একজনকে হাতে নাতে ধরা হলেও পরে স্থানীয় প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, প্রধান আসামি রাকিব বাগেরহাট সদরের বাদেকাড়াপাড়া গ্রামের মৃত জাকারিয়া আলমের ছেলে এবং কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)–এর ৭, ১০/৩০ ধারায় রুজু করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, একটি প্রভাবশালী মহল আসামিদের রক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে।

এ বিষয়ে ফকিরহাট থানার এক কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রমাণ পেলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এদিকে স্থানীয়দের দাবি—ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

@bagerhat24.com