Logo
table-post
চিতলমারীতে মারপিটে ৪ নারীসহ আহত-৮
01/01/1970 12:00:00

এস এস সাগর
 চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার নালুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনা সম্পর্কে দুইপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।


মনিরা বেগম সংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী নালুয়া গ্রামের শহীদ শেখ, জাহিদ শেখ ও জাকির শেখসহ ৬-৭ জন লোক কয়েকদিন ধরে আমার বাবা জয়নাল আবেদীন ও চাচা হারুন অর রশীদের কাছে বড় অংকের টাকা দাবী করে আসছিল। টাকা না দেওয়ায় উক্ত ব্যাক্তিরা ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুর ৩ টার দিকে আমার বাবা জয়নাল আবেদীন (৬৮), মা সালেহা বেগম (৫৭), চাচা হারুন অর রশীদ (৭৮), ফুফু জামিলা বেগম (৫২), চাচি হামিদা আক্তার (৬২), ভাই তানভির রশিদ (৩৮) ও ভাবি শারমিন নিলা (৩৫) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’


অভিযুক্ত জাহিদ শেখ টাকা দাবীর কথা অস্বীকার করে বলেন, ‘জয়নাল আবেদীন ও হারুন অর রশীদের সাথে আমাদের পোনে ৩ শতক জায়গা নিয়ে বিরোধ আছে। ওই জায়গায় আমাদের একটি ঘর ছিল তারা ওই ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এতে আমার বাবা শহীদ শেখ (৬০) বাধা দিলে তারা আমার বাবাকে পিটিয়ে আহত করেছে। আমার বাবাও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’ 


সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, মনিরা বেগম নামের এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

@bagerhat24.com