বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির করুণ মৃত্যু, শোকের ছায়া গ্রামে
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু
বাগেরহাটের কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামীন মাঝি (৩৫) নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিনও আলামীন মাঝি ওবায়দুল শেখের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুতের লাইন বন্ধ করতে গেলে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাধাল বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামীন মাঝি প্রতাপপুর গ্রামের সেকেন্দার মাঝির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, আলামীন মাঝি ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
এ ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।
