Logo
table-post
কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক

কচুয়ায় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। ১৭ বছর পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলার বিজয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, কচুয়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান মুক্তা, সদস্য সচিব শেখ মহিউদ্দিন, যুবদল নেতা লিয়ন শিকদার, বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের কারণে আমরা রাস্তায় নামতে পারিনি। হামলা-মামলার জর্জরিত হয়ে দেশ ছাড়তে হয়েছে। আমরা জানাতে চাই কচুয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতিককে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষনা দেন নেতাকর্মীরা।

 

@bagerhat24.com