ভান্ডারিয়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
01/01/1970 12:00:00ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চিরাবাদাম, মসুর, মুগ ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপ সরকারি কৃষি সম্প্রসারণ অফিসার ফজলে রাফিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং রবি মৌসুমে ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার বিভিন্ন পর্যায়ের ২১৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
