Logo
table-post
মোংলায় জামায়াতের বিক্ষোভ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,রানা

২০০৬ সালের ২৮ অক্টোবর এই দিনে তৎকালীন আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মী খুনের বিচার দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

 

 মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বিএলএস মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শাপলা চত্বর এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করেন নেতাকর্মীরা।

 

মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী রশিদুজ্জামান শিশির। এছাড়া নায়েবে আমির অধ্যাপক মোঃ কহিনুর সরদার, মোঃ নুর মোহাম্মাদ ও ইকবাল হোসাইন মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালে নেই দিনে ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের। ঢাকার শাপলা চত্তরে হেফাজতের আন্দোলনের উপর গুলী বর্ষন করে নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা সহ তার আমলের সকল ঘটনার বিচার, আ’লীগ সরকারকে নিষিদ্ধ সহ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মূলহোতা শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়। 

 

মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারি বলেন, আ'লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গত ১৭টি বছর বেশী অত্যাচার নির্যাতন করেছে জামায়াতের নেতাকর্মীদের উপর। আমাদের নেতাকর্মী ও সমর্থকদেরকে হত্যা, খুন, গুম, মারধর, মিথ্যা মামলা, সাজা ফাসিঁ সহ এমন কোন নির্যাতন নেই যা জামাতের উপর চালায়নি। তাই, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী যদি দেশ রক্ষায় তায়ীত্ব পায় তাহলে এর সঠিক বিচার এ বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। 

@bagerhat24.com