Logo
table-post
মোংলায়  ক্যান্সারে আক্রান্ত অসহায়  ভ্যানচালকের  স্ত্রীর প্রয়োজন  চিকিৎসা সহায়তা
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলায় হতদরিদ্র ভ্যান চালক মোশাররফ হোসেনের স্ত্রী রুবি বেগম (৪০) ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর জন্যে সহায়তা চেয়েছেন। 

 

দুই মাস  পূর্বে ক্যান্সার ধরা পড়ে দিনজমুর  মোশাররফ হোসেনের স্ত্রীর। 

 

সম্বল বলতে কিছুই নেই মোশাররফ ও রুবি বেগম দম্পতির । খেয়ে না খেয়ে ঘরের মামামাল  বিক্রি করে ভ্যান চালিয়ে যা পান তা দিয়ে  চিকিৎসা কাজে ব্যয় করেছেন তিনি। কিন্তু চিকিৎসা বহন করতে তার কষ্ট হচ্ছে । নিরুপায় হয়ে স্ত্রীর চিকিৎসার জন্যে তিনি সবার সহায়তা চেয়ছেন। 

 

সাংবাদিকদের নিকট স্ত্রীর চিকিৎসার সহায়তা চেয়ে লেখার জন্যে অনুরোধ করেন ভ্যানচালক মোশাররফ। 

 

দিনমজুর মোশাররফ  জানান, তার ছোট  দুই মেয়ে। বড় মেয়ের বয়স ৬ বছর ও ছোট মেয়ের বয়স ২ বছর। তার বড় মেয়ে সাদিয়া মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। 

 

দুই মাস আগে তার স্ত্রী ক্যান্সার রোগ ধরা পড়ে। দুই সন্তানের খরচ ঘরভাড়া সহ স্ত্রীর চিকিৎসা চালাতে তার হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে নুন আন্তে পান্তা ফুরায় তার। তিনি দৈনিক ২৫০ টাকার বিনিময়ে অন্য মালিকে অটোভ্যান ভাড়ায় চালিয়ে জীবিকা চালান। মোশাররফ মোংলা ময়লাপোতা খালেক গাজীর বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রীর ক্যান্সারে আক্রান্তের পর বাড়ির মালিক ৩ মাস ভাড়া নেন নি বলেও জানান,। তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন বলে কান্না জড়িত কন্ঠে জানিয়েছেন তিনি। 

 

দিনমজুর ভ্যানচালক  মোশাররফ হোসেন সুন্দরবন ইউনিয়নের খড়মা কাটাখালি গ্রামে। 

 

তাই তিনি মোংলা সহ দেশের ও দেশের বাহিরের  হৃদয়বানদের কাছে  সহায়তা কামনা করেছেন।  সহায়তা পাঠাবার ঠিকানা বিকাশ - 01824412486 বিকাশ

 

@bagerhat24.com