Logo
table-post
রামপালে  এনসিপি নেতার সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

রামপাল  সংবাদদাতা

রামপালে মৎস্যঘের ক্রয়ের টাকা ফেরত চাওয়া ও অপপ্রচারের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টার সময় প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলন করেন রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল।

 

লিখিত বক্তব্যে জুয়েল জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মেহেদী হাসান মিন্টুর কাছ থেকে নগদ ১৫ লাখ টাকায় একটি সাদা মাছের ঘের ক্রয় করেন তিনি। কিন্তু পরে মিন্টু বেশি দামে অন্যত্র বিক্রির চেষ্টা করলে তিনি তার ক্রয়কৃত ঘের দখলে নিতে গেলে বিরোধের সৃষ্টি হয়।

 

জুয়েলের অভিযোগ, মিন্টু ক্ষিপ্ত হয়ে কাপাসডাঙ্গা, কৈগর্দাসকাটি ও ছায়রাবাদের জামায়াত নেতা খবির শেখ, হালিম মেম্বর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাম লস্করসহ শতাধিক লোক নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ঘেরে হামলা চালায়। এ সময় তার কর্মচারীদের মারধর করা হয় এবং তারা পার্শ্ববর্তীতে আল ইমরান জনির ঘেরে আশ্রয় নেন।

 

তিনি বলেন, পরবর্তীতে মিন্টু জামায়াত নেতাদের নাম ভাঙিয়ে মানববন্ধন করে এবং আল ইমরান জনি ও তার পিতা গৌরম্ভা ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদকে জড়িয়ে অপপ্রচার চালান। মিন্টু টাকা ফেরত না দিয়ে বরং বিভিন্ন অপবাদ দিয়ে বিএনপি নেতাদের বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।জুয়েল আরও দাবি করেন, আমার পাওনা টাকা আত্মসাত করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাচ্ছি না।

 

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান মিন্টুর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

@bagerhat24.com