মোরেলগঞ্জে মাদক বাল্যবিয়ে বিরোধী প্রচারাভিযান
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ও বাল্যবিয়ে বিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. মোয়াজ্জেম হােসেন।
ন্যাশনাল প্রেস সোসাইটি(এনপিএস) এর মোরেলগঞ্জ উপজেলা সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ফকির, এনপিএস জেলা শাখা সভাপতি মো. আলমগীর হোসেন, গণসংগঠন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আবুল কালাম খান, ভিডিএফ’র এর নির্বাহী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান ও এনপিএস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা।
মাদক নিয়ন্ত্রন ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য মোরেলগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
