ফকিরহাটের পিলজংগে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ বন্ধন যুব সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
বন্ধন যুব সংঘের সভাপতি মোঃ জামাল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউড এর প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মানফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম।
বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ মোতালেব হোসেন এর সঞ্চালণায় এতে আরো উপস্থিত ছিলেন, বাগেরাহট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ কামরুলজ্জামান শিমুল, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, বারিক মোড়ল, সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন সাগর ও যুবদল নেতা মুজাহিদুর রহমান সুমন মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
খেলায় সাতসইয়া পল্লী মঙ্গল সমিতি একাদশ বনাম পিলজংগ বন্ধন যুব সংঘের মধ্যকার খেলায় সাতসইয়া পল্লী মঙ্গল সমিতি একাদশ ট্রিইব্রেকার এর মাধ্যমে ৩-১ গোলে বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
