
রামপালের কাশিপুর ফকিরপাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে হুমকি
01/01/1970 12:00:00এম, এ সবুর রানা
রামপালে মসজিদ কমিটির সদস্যদের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদ কমিটিসহ গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কামনা করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর ফকির পাড়া জামে মসজিদের অনিয়মের অভিযোগ তুলে পার্শবর্তী আওয়াল শেখের ছেলে শিমুল শেখ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোল্যা মুজিবর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদ
কমিটির সাধারণ সম্পাদক ফকির দিদার জানান, শিমুল ও সোহাগ ফকির বিগত আওয়ামীলীগের সময়ে আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের সাথে থেকে বিএনপির নেতাকর্মীদের বাড়ী থেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। কোন নেতাকর্মীদের বাড়ীতে ঘুমাতে দেয়নি। গত ১৭ বছর ধরে হয়রানি করে আসছে। সে আব্দুল্লাহ ফকিরের ডানহাত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এখন খোলস পাল্টে দলে ভীড়তে চাইছে। তার হাত থেকে আমরা পরিত্রাণ চাই। এ জন্যে আমরা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের বিষয়ে শিমুল শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, মসজিদের জন্যে আমি অনেক কিছু করেছি। মসজিদ কমিটি বদলানোর কথা বলেছি। কমিটি বিভিন্ন কাজে অনিয়ম করেছে। আমি প্রতিবাদ করায় তারা অসত্য বলছেন।