Logo
table-post
ফকিরহাটের হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল তিনটায় বিদ্যালয় মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাশেদুল ইসলাম রানা ও জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান। 


সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরী'র যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান। 


বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীসহ সকল শিক্ষার্থী-শিক্ষক মন্ডলী, অভিভাবক,গন্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সুধিজনেরা উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com