Logo
table-post
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে সংস্থার বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই স্মরণসভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন। আলোচনায় অংশ নেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও সাবেক সভাপতি প্রফেসর মোশারেফ হুসাইন, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস. এম. রাজসহ জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি সারাজীবন সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কলম চালিয়েছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ আজ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সংস্থার পক্ষ থেকে তাঁর পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ ও কর্মপন্থা অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

@bagerhat24.com