জামায়াতের উদ্যোগে মোরেলগঞ্জে ১০ লাখ টাকার সড়ক সংস্কার কাজ শুরু
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার(২০ অক্টোবর) বেলা ১০টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন বরইতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে ২ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
অধ্যাপক শাহাদাৎ হোসাইন বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য মালয়েশিয়া প্রবাসি মো. জালাল হোসেন জিউধরা ইউনিয়নে দুটি সড়কটি সংস্কারের জন্য ১০ লাখ টাকা দিয়ে সহযোগীাি করবে। জামায়াতে ইসলামী জনবল নিয়োগ ইট সোলিংয়ের কাজ শুরু করেছে। তদারকিও চলছে। কোন প্রকার গাফিলতি বা অনিয়মের আশ্রয় কেউ এখানে নিতে পারবেনা।
