Logo
table-post
গলায় দড়ি পেঁচানো কুমিরটি নদীর পানিতে ভেসে ছিল।
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

 মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় রোববার সকালে নদী থেকে গলায় ফাঁস দেওয়া একটি মৃত কুমির ভেসে এসেছে। কুমিরটির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন। প্রায় দশ হাত লম্বা কুমিরটির দেহে আঘাতের কিছু চিহ্ন লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে তারা তা শনাক্ত করেন। পরে তীব্র দুর্গন্ধে পুরো এলাকায় অস্বস্তির সৃষ্টি হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছে, মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

@bagerhat24.com