Logo
table-post
বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির উপর সশস্ত্র হামলা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় এ হামলা চালানো হয়।

বেল্লাল শেখ সরকারি পিসি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে হলেও পড়াশুনার সবাদে জেলা সদরের দশানী এলাকাতে থাকেন।

শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা শুরু হয়েছে।

নবগঠিত ওই কমিটি কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ বেলাল শেখসহ তাদের লোকজনের উপর ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে হামলাকারিদের পরিচয় স্পষ্ট করে বলতে চাননি বেল্লাল শেখ।

স্থানীয় সূত্র বলছে, নবগঠিত পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখ ও তাঁর অনুসারীরা কলেজের পালকি ঘর সংলগ্ন পুকুর পাড়ে আসলে প্রতিদ্বন্দ্বী গ্রুপ তাদের ওপর হামলা চালায়। কিল, ঘুসি, লাখি মারতে থাকে বেল্লাল ও তার সঙ্গে থাকাদের উপর।

জানতে চাইলে কলেজ ছাত্রদলের সভাপতি বেলাল শেখ বলেন, আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।

তবে কারা এবং কেন তাদের উপর হামলা করেছে এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি। বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন এই কমিটির সদস্য রয়েছেন। তবে হামলার কারণ জানেন না বলে দাবি করেছেন তিনি। আর হামলাকারীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিক প্রেশারে আছি, এ বিষয়ে পরে কথা বলবো’।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৬ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলাকারিদের মাঝে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামিরসহ অনেকে ছিলেন। গ্যাঞ্জাম শুরু হলে স্থানীয় বেশ কিছু শিক্ষার্থী তাদের মুঠোফোনে ভিডিও নেয়। এ কারণে এক ছাত্রীর মুঠোফোন পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়া হয় এবং তাকে বকাঝকা করেছে কয়েকজন।

শাহারিয়ার সামির বলেন, আমি দুই দিন ধরে অসুস্থ কারা কি, হামলা করেছে তা আমি জানিনা।

জানতে চাইলে নবগঠিত কলেজ কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান বলেন, ঘটনার পর আমি কলেজে গিয়ে দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারা হামলার কথা জানালেও কারা জড়িত, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করছি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহামুদ-উল-হাসান বলেন, ‘এমন কিছু শুনিনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ’

কমিটি প্রত্যাক্ষাণ করে রোববার বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাটের শরণখোলা ডিগ্রি কলেজে। বিক্ষোবকারী স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে ‘ছাত্রলীগ সমর্থীত’ বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে জড়িত দুজনের সঙ্গে কথা হয়। ‘১ বছরের বেশি সময় ধরে বাগেরহাটে জেলা ছাত্রদলের কমিটি নেই’ উল্লেখ তাদের একজন বলেন, ‘একটা বড় দল, অনেকেই পদ পেতে আগ্রহী। তবে দীর্ঘদিন স্থানীয়, জেলা ও ইউনিট কমিটি না থাকাতে তার একটা প্রভাব পড়েছে। পিসি কলেজেই ৩টি গ্রুপ। এটা জেলার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী কলেজ। তবে এই কমিটির প্রধান পদে শহরের কেউ নেই। এটা অনেককে আশাহত করেছে। ’ তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

কমিটি ও পিসি কলেজের ঘটনা নিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, চার-পাঁচ বছর পর কলেজ কমিটি হয়েছে। বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ আসছে। এগুলো সত্য হলে নিশ্চিত দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।

আজ পিসি কলেজের সভাপতির ওপর সংঘটিত হামলায় যদি দলীয় কোনো ব্যক্তি জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা এবং বাইরের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

@bagerhat24.com