Logo
table-post
ফকিরহাটে ট্রেনের নিচে কাঁটা পড়ে কৃষকের মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে ট্রেনের নিচেই কাঁটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষক নিয়াম মিনা মাঠ থেকে বাড়িতে গরু আনতে যাচ্ছিলেন। এসময় ভট্রখামার ১৮নং রেল ব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

মোংলা রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নাজমুল হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

@bagerhat24.com