Logo
table-post
বাগেরহাটে রহস্যজনক মৃত্যু: দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট শহরের পচা দীঘি থেকে এক রাজমিস্ত্রির অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে দীঘির পানিতে একটি মরদেহ ভেসে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি সুমন্ত বিশ্বাস (৪৫), পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামে। তিনি বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত। দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরদিন সকালে পচা দীঘির পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদ উল হাসান জানান, সুমন্ত বিশ্বাসের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এদিকে, অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরাও তার মৃত্যু নিয়ে রহস্যের ইঙ্গিত দিয়েছেন। তবে পুলিশ বলছে, তদন্তের পর প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে।

@bagerhat24.com