
কচুয়ায় গভীর রাতে রক্তাক্ত হামলা, প্রাণ গেল যুবদল নেতার
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু,কচুয়া
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (বয়স ৪৫)। সোমবার দিবাগত গভীর রাতে শিবপুর গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিন্টু শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, মিন্টু দুই স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জর্জরিত ছিলেন তিনি। ঘটনার দিন গভীর রাতে বড় স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির বাইরে থেকে ৮-১০ জন দুর্বৃত্ত হঠাৎ হামলা চালায়।
আক্রমণকারীরা প্রথমে মিন্টুকে মারধর করে এবং এরপর ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করে। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে বাগেরহাট ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ খান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কী কারণে এমন ভয়াবহ হামলা হয়েছে, তা জানার জন্য পুলিশ মাঠে কাজ করছে।”
রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল বলেন, “মিন্টু আমাদের দলের সক্রিয় যুবদল কর্মী ছিলেন। তার নির্মম মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নিহতের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ বলছে, হামলার পেছনে পারিবারিক বিরোধসহ অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।