
রামপালে মাছ চাষে বিপ্লব; বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি
01/01/1970 12:00:00এম, এ সবুর রানা, রামপাল
বাগেরহাট জেলার রামপাল উপজেলা এখন মাছ চাষ এক সম্ভাবনার নাম। এক সময় যেখানে কৃষি ও ধান চাষই ছিল প্রধান পেশা, সেখানে এখন অধিকাংশ মানুষ ঝুঁকেছেন মাছ চাষে। পুকুর, জলাশয়, খাল, বিলেও এখন চলছে মৎস্যচাষের নবজাগরণ।
রামপাল সদর, ফয়লাহাট, গিলাতলা, রাজনগর, বাঁশতলী, পেড়িখালী, মুজিবনগর, গিলাতলা, ভোজপাতিয়া ও হুড়কা ইউনিয়নসহ সর্বত্রই মাছ চাষে এসেছে ব্যাপক পরিবর্তন। স্থানীয় কৃষকরা এখন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়া, চিংড়ি ও গলদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
স্থানীয় উজলকুড় গ্রামের মাছচাষি মো. আবদুল জলিল জানান, আগে কৃষি করতাম, লাভ খুব কম ছিল। এখন তিন বিঘা পুকুরে মাছ চাষ করে বছরে তিন লাখ টাকার মতো লাভ করি। এতে পরিবারের অবস্থাও অনেক ভালো হয়েছে।
রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, রামপাল উপজেলার প্রায় ১৫ হাজার হেক্টর জলাশয়ে বাগদা গলদা ও রুই জাতীয় মাছের চাষ হচ্ছে। এর মধ্যে ৩ হাজার হেক্টরে মিষ্টি পানির মাছ ও বাকি অংশে বাগদা চিংড়ি ও গলদা চাষ হয়। গত অর্থবছরে রামপালে প্রায় ১৬ হাজার মেট্রিক কার্প জাতীয় মাছ ও চিংড়ি উৎপাদিত হয়েছে, যা জেলার চাহিদার বড় একটি অংশ পূরনের পাশাপাশি জেলার বাইরেও বিক্রি হয়েছে।
রামপালের অনেক তরুণ এখন বেকার না থেকে নিজ উদ্যোগে মৎস্য খামার গড়ে তুলছেন। উপজেলা মৎস্য দপ্তর থেকে তাদের মাছ চাষ বিষযক প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। ইংরেজি ২০২০/২০২১ অর্থ বছরে এ উপজেলায় মাছের উৎপাদন ছিল ১৪ হাজার ৮০ মে. টন। যা গত ২ অর্থ বছরে ২ হাজার টন বেড়েছে। মৎস্যঘের মালিকেরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে নিবিড় ও আধা নিবিড় পদ্ধতি অনুসরণ করায় মাছ চাষে লাভবান হচ্ছে।
রামপালের রাজনগর এলাকার তরুণ উদ্যোক্তা সজীব শেখ বলেন, আমি বেকার ছিলাম। মৎস্য অফিসের সহায়তায় পুকুরে মাছ চাষ শুরু করেছি। এখন নিয়মিত আয় হয়, অন্যকেও কাজ দিতে পারছি।”
মৎস্য কর্মকর্তারা আরও জানান, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে পানির মান নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে নতুন উদ্ভাবনী পদ্ধতি চালু করা হচ্ছে। মাছ চাষের এই উন্নয়ন রামপালের গ্রামীণ অর্থনীতিকে প্রাণবন্ত করেছে। একদিকে মানুষের কর্মসংস্থান বেড়েছে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি আয়ে অবদান রাখছে রামপালের মাছ।