Logo
table-post
মোরেলগঞ্জে সামান্য বৃষ্টিতে মাদ্রাসা মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ
মোরেলগঞ্জ উপজেলার এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মাঠ সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়। যার করনে প্রত্যাহিক সমাবেশ সহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।


  সরেজমিনে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের  ও বারইখালী ইউনিয়নের মধ্যবর্তী প্রবাহমান খালের পার্শ্বে হোগলপাতি গ্রামে এ প্রতিষ্ঠানের অবস্থান। ১৯৮৩ সালের প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে চলে আসছে এ মাদ্রাসাটি। ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থান করলেও মাঠের সমস্যার কারনে সহ পাঠের অংশ প্রত্যাহিক  সমাবেশ বিঘ্ন হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই মাদ্রাসা মাঠ পানিতে ডুবে যায়। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পার্শ্ববর্তী খাল থেকে পানি উঠে মাঠ ডুবে যায়। যার কারনে ব্যাহত হচ্ছে সহপাঠ কার্যক্রম। প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল না থাকায় গরু ছাগল ও হাঁসের অবাধ বিচরণ চলছে।


তাছাড়াও প্রতিষ্ঠানের মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের  অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান ইট,বালু রেখে প্রতিষ্ঠান ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। এসবের কারনে শিক্ষার্থীরা খেলাধূলার সুষ্ঠু পরিবেশ, প্রত্যাহিক সমাবেশের কাজ বিঘ্নিত হচ্ছে।

এ মাদ্রাসার একই চত্বরে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ, হেফজখানা, বাজার। এ মাঠেই প্রতিবছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক বিবেচনায় মাদ্রাসার মাঠটি অত্যন্ত গুরুত্ববহন করে। সেদিক মাঠটি ভরাল ও দখলমুক্ত জরুরি।


  মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ শেখ বলেন, গত এক সপ্তাহ ধরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠ বালু, খোয়া রেখে রিং স্লাপ নির্মান কাজ করছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাউন্ডারি ওয়াল ও মাঠ ভরাট জরুরি।

মাদ্রাসা বিপিএড শিক্ষক ইউপি সদস্য জাহিদুল ইসলাম লিটন জানান, এসব কারনে তিনি মাঠে প্রত্যাহিক সমাবেশ করাতে পারছেননা। মাদ্রাসার বারান্দায় এ সমাবেশ করাতে হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা মনির বলেন, সমস্যা নিরসনে মাঠটি ভরাট ও বাউন্ডারি ওয়াল জরুরি।


  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাউন্ডারী ওয়াল জরুরী। এ  বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 
 

@bagerhat24.com