Logo
table-post
তারুণ্যের প্রশ্নে মুখোমুখি বাগেরহাটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সংলাপ—যেখানে তরুণ ভোটারদের মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। “তারুণ্যের স্বপ্ন, আমাদের ইশতেহার—আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই আয়োজনের আয়োজন করে এ্যাকশনএইড বাংলাদেশ এবং বাধন মানব উন্নয়ন সংস্থা

সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেন বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশী ও প্রার্থীরা। অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাধন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান মিলন

সংলাপে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক সরাসরি প্রার্থীদের সামনে উপস্থাপন করেন তাদের এলাকার জ্বলন্ত সমস্যা ও ভবিষ্যৎ প্রত্যাশা।
তরুণরা তুলে ধরেন—লবণাক্ততা, নদী ভাঙন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, মাদক সমস্যা এবং রাজনৈতিক চাঁদাবাজির মতো দীর্ঘদিনের সংকট। তারা এসব সমস্যার টেকসই সমাধান চেয়ে আগামী নির্বাচনী ইশতেহারে তা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তরুণরা আরও আহ্বান জানান, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন, চিংড়ি খামার, ও পর্যটন শিল্প ঘিরে কর্মসংস্থান ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে।

উপস্থিত রাজনৈতিক নেতারা তরুণদের এমন সরাসরি প্রশ্ন ও মতামতকে স্বাগত জানিয়ে প্রতিশ্রুতি দেন—যদি নির্বাচিত হন, তবে স্থানীয় সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। একইসাথে রাজনৈতিক দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

এই সংলাপ বাগেরহাটের রাজনৈতিক পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করেছে বলেই মত দিয়েছেন অনেক তরুণ। তারা মনে করছেন, এমন গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আরও বাড়ানো দরকার, যেখানে সাধারণ মানুষ ও তরুণরা সরাসরি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।

@bagerhat24.com