
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫
01/01/1970 12:00:00জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে চিতলমারী চ্যাম্পিয়ান, মোড়েলগঞ্জ রানার্সআপ
চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
খেলায় ১-০ গোলে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন জানান, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রথমে উপজেলায় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সেখানে চুড়ান্ত খেলায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। এরপর জেলার ৯টি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে অংশ গ্রহন করে।
সোমবার ফাইনাল খেলায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। আগামীতে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বিজয়ীরা খুলনা বিভাগীয় মাঠে খেলবে।
চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের কোচ হিসেবে ছিলেন ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম বিন্দু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সার্বক্ষণিক খেলোয়াড়দের সুস্থতায় তদারকিতে ছিলেন।