Logo
table-post
ফকিরহাটের বৈলতলী পশ্চিমপাড়া  স্কুলের জায়গা সংক্রান্ত বিষয়  নিয়ে মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার সর্বস্তরের লোকজন।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় অত্র বিদ্যালয় চত্ত্বরে ওই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বৈলতলী উদার নৈতিক যুব সংঘ, বৈলতলী ২নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারন জনগন এবং বৈলতলী গ্রামের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল শান্তি সংঘ এর ব্যানারে তিনশতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। 


অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজহার আলী মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের (এডহক কমিটির) আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কওসার মোড়ল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাজনিন নাহার, স্থানীয়  ইউপি সদস্য সাইফুল ইসলাম হাওলাদার, মো: মতিউর রহমান, মাও: আলী আকবর ও রেজাউল করিম হাওলাদার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মাও: হেমায়েত বিন তৈয়্যেব এর কুট কৌশল ও স্ব-প্রণোদিত ষড়যন্ত্রের শিকার হয়ে বৈলতলী গ্রামবাসীর একমাত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এর প্রতিকার চেয়ে আজকের এই মানববন্ধন এর আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন, বিদ্যালয়টি বিশ্বরোড সাধের সাধুর বটতলা থেকে গাবখালী সড়কের পাশে ১৯৬৫সালে প্রতিষ্ঠিত হয়।

এতদিনের পুরাতন বিদ্যালয় হলেও নানা জটিলতার কারনে বিদ্যালয়ে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। নতুন কোন ভবন না থাকায় ঝুকিপূর্ন ভবনেই চলে শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া এই ঝুকিপূর্ন ভবনে রয়েছে শিক্ষকদের বসার কক্ষ। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৬জন শিক্ষক ও ১৩৫জন শিক্ষার্থী আছে। সরকারি ভাবে নতুন ভবন বরাদ্দ আসলেও জমাজমি সংক্রান্ত জটিলতার কারনে ভবন থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়টি। 

@bagerhat24.com