Logo
table-post
মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির সভা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ 
মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সভা করেছে বিএনপি। সভায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলাচনা ও ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর স্বাধীনতার বিপক্ষে অবস্থান ও সাম্প্রতিক সময়ের রাজনীতির ব্যপক সমালোচনা করা হয়।  
 
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পানগুছি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। সভাপতিত্ব করেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হাওলাদার।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, ওয়াহিদুজ্জামান পল্টু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বর্জন করে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। 

@bagerhat24.com