Logo
table-post
মোরেলগঞ্জে টাইফয়েড টিকার উদ্বোধন, টার্গেট ৮৪ হাজার শিশু কিশোর
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ 
টাইফয়েড জ¦র প্রতিরোধের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে টিভিসি বা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো: মাহবুবুল আলম রবিবার(১২ অক্টোবর) বেলা ১০টার দিকে আলতিবুজুরুজবাড়িয়া টিকা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্বাবধয়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) দিপক কুমার, উপজেলা স্বাস্থ্য  পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা জানান, এবার গোটা মোরেলগঞ্জ উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৮৪ হাজার শিশু কিশোর ও শিক্ষার্থী টাইফয়েড টিকা পাবেন। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (১৮ দিন) এ কার্যক্রম চলমান থাকাবে। এ জন্য স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৭ ৫৩ টি কেন্দ্রে একযোগে ৯৭ জন টিকা কর্মী, ১৪৫ জন স্বেচ্ছাসেবক ও ৪৮ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করছেন।

@bagerhat24.com