Logo
table-post
কচুয়ায় শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫: শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু, কচুয়া
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বাগেরহাটের কচুয়া উপজেলাতেও শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫
রবিবার সকালে কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান। এসময় বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সূচনা হয়।

এই কর্মসূচি ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি)-এর আওতায় পরিচালিত হচ্ছে এবং প্রথম পর্যায়ে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হবে। পরবর্তী ধাপে বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদেরকেও ইপিআই কেন্দ্রের মাধ্যমে টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পুরো উপজেলায় সব শিশু ও কিশোর-কিশোরীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান নিশ্চিত করতে ১৮ কর্মদিবসব্যাপী এ অভিযান চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনি শংকর পাইক

  • সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মন্ডল

  • কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা
    এছাড়াও স্থানীয় স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে অংশ নেন।

এধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

@bagerhat24.com