
মোরেলগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার আয়োজনে দোয়া
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
মোরেলগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই অভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও এতিম, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার(১১ অক্টোবর) বেলা ৩টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ।
এর আগে তিনি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণেখোলা আসনের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।