
ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ হতে লখপুর ও পিলজংগে লিফলেট বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ হতে লখপুর ও পিলজংগ ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা’র এই লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ, লখপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক শেখ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বসির উদ্দিন সেতু, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমীন মল্লিক, সাহেব আলী, মোঃ আহাদ আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ মিন্টু ও হাসান আলীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দরা পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড়, নওয়াপাড়া বাজার, কাটাখালী বাসস্ট্যান্ড ও লখপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন।