
ভোটাধিকার প্রয়োগেই বদলে যাবে বাংলাদেশ: উপদেষ্টা ফারুক ই আজম
01/01/1970 12:00:00পিকে অলোক, ফকিরহাট
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বলেন, “এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আপনারা যদি সকলে ভোট দেন, তবে একটি নতুন ও উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি হবে।”
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা এলাকায় দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভোট দেওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগ করলেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। আমরা চাই সকলে ভোটকেন্দ্রে গিয়ে মত প্রকাশ করুন।”
পরিদর্শনকালে আশ্রয়ন কেন্দ্রের কার্যক্রম এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, “এমন গুরুত্বপূর্ণ স্থাপনা শুধু সরকার নয়, জনগণের সহায়তায়ই কার্যকরভাবে টিকে থাকতে পারে। স্থানীয়দের সহযোগিতায় এসব কেন্দ্র আরও সুন্দর ও কার্যকর হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান
-
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান
-
খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার
-
খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
-
বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান
-
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান
-
জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাওন হোসেন অনিক
-
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন
-
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস
-
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজজাক মীর
উল্লেখ্য, বেতাগা দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্রটি স্থানীয় জনগণের নিরাপত্তা ও দুর্যোগকালীন সুরক্ষা নিশ্চিতে নির্মিত হয়েছে। কেন্দ্রটি পরিদর্শনে এসে উপদেষ্টা ফারুক ই আজম আগামী নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব এবং গণতান্ত্রিক চেতনায় জনগণের সম্পৃক্ততা নিয়েও কথা বলেন।