
বাগেরহাটে শুরু হচ্ছে বিশাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, লক্ষাধিক শিশু-কিশোর পাবে সুরক্ষা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সরকারের উদ্যোগে পরিচালিত ব্যাপক পরিসরের টাইফয়েড টিকাদান কার্যক্রম। এবারের এই স্বাস্থ্য কার্যক্রমে জেলার মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালায় এ তথ্য জানান বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলম।
তিনি জানান, এই কর্মসূচি ১৮ কার্যদিবস ধরে চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে টিকা দেওয়া হবে। এরপর পরবর্তী ৮ দিন কমিউনিটিভিত্তিকভাবে বিদ্যালয়বহির্ভূত শিশুদের ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে যারা পড়েছে, তাদের দেওয়া হবে এই টিকা।
সিভিল সার্জনের বক্তব্য অনুযায়ী, টিকাদান কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম, ও বাগেরহাটের গণমাধ্যমকর্মীরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই টিকা কার্যক্রম জেলার শিশু স্বাস্থ্য রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হবে, বিশেষ করে যেসব এলাকায় টাইফয়েড আক্রান্তের হার তুলনামূলক বেশি।