Logo
table-post
সুন্দরবন সংলগ্ন গ্রামে মিললো কুমিরের ছানা, বন বিভাগে হস্তান্তর করে অবমুক্ত
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার 

সুন্দরবনের সীমানা ঘেঁষা বাগেরহাটের শরণখোলায় একটি কুমিরের ছানা ধরা পড়েছে এক স্থানীয় জেলের জালে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাব্যাকা খাল থেকে ছানাটি উদ্ধার করা হয়। পরে বন্যপ্রাণী রক্ষা টিম ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা বন বিভাগের সহায়তায় কুমির ছানাটিকে সুন্দরবনের একটি নদীতে অবমুক্ত করেন।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজীর জালে মাছ ধরার সময় হঠাৎ কুমিরের ছানাটি আটকে যায়। তিনি বিষয়টি দ্রুত ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যদের জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে ছানাটিকে উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অবমুক্ত করেন।

আলম হাওলাদার আরও বলেন, “প্রায় দুই ফুট লম্বা ছানাটি প্রায় দুই মাস বয়সী হতে পারে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে এসে এটি লোকালয়ের খালে ঢুকে পড়ে।” তিনি আরও জানান, এর আগেও সুন্দরবন থেকে শতাধিক অজগর উদ্ধার করা হলেও, এবারই প্রথম কুমিরের ছানা লোকালয় থেকে উদ্ধার করা হলো।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, “উদ্ধার করা কুমিরের ছানাটি নিরাপদে সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছে। আমরা বন্যপ্রাণী রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় একদিকে যেমন আতঙ্ক ছড়ায়, অন্যদিকে বন ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা ও বন বিভাগের তৎপরতা প্রশংসার দাবিদার।

@bagerhat24.com