Logo
table-post
কচুয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীশ মণ্ডল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
01/01/1970 12:00:00

শুভংকর দাস বাচ্চু,কচুয়া
বীর মুক্তিযোদ্ধা ও কচুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ক্ষিতীশ চন্দ্র মণ্ডল (৮৯) আর নেই। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি এক পুত্র, পাঁচ কন্যা এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন প্রভাষক এবং পরবর্তীতে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। জীবনের দীর্ঘ সময় তিনি শিক্ষা ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে টেংরাখালী গ্রামে পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে কচুয়া থানার একটি চৌকস পুলিশ দল তাকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিম আহম্মেদ খানসহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা।

বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীশ মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

@bagerhat24.com