Logo
table-post
চিতলমারীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির অভিযোগ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি মুকুলেশ ঢালীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার (০৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার খিলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় নারীদের হাত-পা বেধে ডাকাতরা নগদ টাকা ও ৮ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


গৃহকর্তা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুলেশ ঢালী সাংবাদিকদের বলেন, ‘বুধবার ভোর রাতে আমার স্ত্রী স্কুল শিক্ষিকা কাকলি ঢালী বাথরুমে যায়। এ সময় কৌশলে ডাকাত দলের ৩-৪ জন সদস্য ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে আমার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। আমি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে, ডাকাতরা আমাকেও মারপিট করে। তখন তারা আমিসহ আমার স্ত্রী, বৃদ্ধ মাকে এক রুমে হাত পা মুখ বেঁধে নির্যাতন চালায় ও ঘরের আলমারি, শোকেস ভেঙে তছনছ করে ৮ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে আমাদের আর্তনাদে এলাকাবাসি এসে উদ্ধার করে।’ 


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ‘এটা একটা চুরির ঘটনার মত। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।’ 
 

@bagerhat24.com