
ফকিরহাটে ৮ ইউনিয়নে বিএনপি’র বর্ধিত সভা: দিন, তারিখ ও স্থান চূড়ান্ত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ৮টি ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভার তারিখ, সময় এবং স্থান নির্ধারণ করেছে। এই সভার মূল লক্ষ্য তৃণমূল নেতাকর্মীদের উদ্দীপিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিশ্চিত করা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনেকে নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া অবস্থাকে সচল করার জন্য এই সভা আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীরা আরও সক্রিয় ও উজ্জিপ্ত হয়ে উঠছেন।
ফকিরহাট উপজেলা বিএনপি’র ঘোষিত ইউনিয়ন ও সভার সময়সূচি:
-
ফকিরহাট সদর ইউনিয়ন: ৯ অক্টোবর, বিকেল ৩টা
-
নলধা-মৌভোগ ইউনিয়ন: ১০ অক্টোবর, বিকেল ৩টা
-
শুভদিয়া ইউনিয়ন: ১২ অক্টোবর, বিকেল ৩টা
-
লখপুর ইউনিয়ন: ১৩ অক্টোবর, বিকেল ৩টা
-
বেতাগা ইউনিয়ন: ১৫ অক্টোবর, বিকেল ৩টা
-
পিলজংগ ইউনিয়ন: ১৬ অক্টোবর, বিকেল ৩টা
-
বাহিরদিয়া-মানসা ইউনিয়ন: ১৭ অক্টোবর, বিকেল ৩টা
-
মূলঘর ইউনিয়ন: ১৮ অক্টোবর, বিকেল ৩টা
উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা দলীয় নেতাকর্মীদের যথাসময়ে নিজ নিজ স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।