Logo
table-post
ইসলামী ব্যাংকে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বাগেরহাটে গ্রাহকদের বিক্ষোভ, চারদফা দাবি পেশ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার 

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে অর্থ পাচার ও অনিয়মের অভিযোগে বাগেরহাটে উত্তাল হয়েছে সাধারণ গ্রাহক সমাজ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং চারদফা দাবিতে সোচ্চার হন।

আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল শেখ, মো. সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম, মনিরুল ইসলাম লাবিব, মাওলানা রবিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাকির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের প্রভাবশালী এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ দখলে নিয়ে অদক্ষ ও অযোগ্য লোকজনকে নিয়োগ দিয়েছে কোন প্রকার পরীক্ষা ছাড়াই। এর পাশাপাশি গ্রাহকদের আমানতের বিপুল অংশ বিদেশে পাচার করেছে প্রতিষ্ঠানটি। তারা দাবি জানান, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।

গ্রাহকদের চারদফা দাবিগুলো ছিলো:
১. ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের মাধ্যমে করা সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
২. মেধা যাচাইয়ের ভিত্তিতে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিশ্চিত করতে হবে।
৩. এস আলম কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে।
৪. সরকারের হেফাজতে থাকা এস আলমের জব্দকৃত অর্থ দিয়ে ব্যাংকের দায়দেনা মেটানোর ব্যবস্থা করতে হবে এবং ব্যাংকের সুনাম নষ্টকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও গ্রাহকদের আস্থা ধ্বংসের পেছনে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী জড়িত। তাদের দ্রুত বিচারের আওতায় আনতে না পারলে ব্যাংকিং খাতে এর বিরূপ প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা।

@bagerhat24.com