Logo
table-post
মোংলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার  তিন
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা থানা পুলিশের পৃথক  অভিযানে মাদক ব্যবসার অভিযোগে  ৩ জনকে গ্রেফতার  করা হয়েছে । 

 

৬ অক্টোবার  গভীর রাতে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

 

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান  জানান, গোপন তথ্যের মাধ্যমে  মোংলা থানা পুলিশের  পৃথক পৃথক অভিযানে   পৌর শহরের ৫ নং ওয়ার্ডের শ্রম কল্যান রোড থেকে শফিক ও সাগরকে   ও আব্দুর  রহিম কে  মেরিন ড্রাইভ রোড থেকে গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের শরীর  তল্লাশি চালিয়ে  তাদের  কাছ থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করে তিন জনকে গ্রেফতার করে   মোংলা থানা পুলিশ।

 

 

গ্রফতারকৃতরা  হলেন-মাদ্রাসা রোডের আমির হোসেনের ছেলে  শফিক (২৫) একই এলাকার মজিবুল হকের ছেলে  আব্দুর রহিম (৫৮) এবং  ৬ নং ওয়ার্ডের রাতারাতি কলোনীর লোকমান হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন (২৪)  তারা মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

 

 গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান  স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ  অব্যাহত  রাখবে।

 

@bagerhat24.com