Logo
table-post
চিতলমারীতে জাসাসের মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে সাড়ে ৫ টায় উপজেলা হলরূমে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সাধারন সম্পাদক নার্গিস আক্তার লুনা। 


চিতলমারী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সাবেক সভাপতি ও চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র সাবেক সাধারন সম্পাদক মোঃ টিপু শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহবায়ক এ্যাড. অসিম সমাদ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. রুনা গাজী ও বিএনপি নেতা মোঃ রাজু মুন্সি।
মতবিনিময় সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 
 

@bagerhat24.com