সাংবাদিক হায়াতকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটে প্রকাশ্যে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা বিএনপি’র সদস্য ও শেরে বাংলা ডিগ্রী কলেজের সভাপতি রুনা গাজী, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, মোঃ রিফাত আল মাহমুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, শিক্ষক সাফায়েত হোসেন, শিক্ষক নেতা মোঃ ইব্রাহীম ফকির, কাজী কামরুল ইসলাম ও সাংবাদিক টিপু শিকদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিক হায়াত উদ্দীনসহ অন্যান্য হত্যাকান্ডের বিচার করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।’
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সামাজ, শিক্ষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।’
