Logo
table-post
হাজত থেকে নাটকীয় পালানোর ৬ ঘণ্টা পর ধরা পড়ল মাদক মামলার আসামি বাইজীদ!
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলা থানার হাজত থেকে নাটকীয়ভাবে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি মো. বাইজীদ (২০) অবশেষে ৬ ঘণ্টার মাথায় খুলনার হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে আটক হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।

এর আগে সকালবেলা হাজতে থাকা অবস্থায় টয়লেট ব্যবহারের অজুহাত দেখিয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে ধাক্কা মেরে পালিয়ে যায় বাইজীদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে এলাকাবাসী বাইজীদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে হাজতে রাখা হয়। তবে শনিবার সকালে ঘটে যায় সেই দৃষ্টান্তমূলক ঘটনা—একজন আসামি থানার ভেতর থেকেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানিয়েছেন, “বাইজীদ একজন চিহ্নিত মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। পালানোর ঘটনার পরপরই আমরা অভিযানে নেমে তাকে খুলনা থেকে আটক করি।”

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “এই ঘটনার পেছনে যদি পুলিশের কোনো অবহেলা বা দায়িত্বে অবহারের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন।”

এই ঘটনায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এটি আবারও মাদক সমস্যার গভীরতা এবং আসামিদের নেটওয়ার্ক সম্পর্কে ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

@bagerhat24.com