Logo
table-post
ইলিশের রক্ষা অভিযানে সক্রিয় নৌবাহিনী: দেশজুড়ে চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
01/01/1970 12:00:00

সংবাদ বিজ্ঞপ্তি

ইলিশের প্রজনন মৌসুমে প্রিয় জাতীয় মাছকে রক্ষায় দেশজুড়ে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’। এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিক্রি ও কেনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এই গুরুত্বপূর্ণ অভিযান সফল করতে দেশের উপকূলীয় অঞ্চল, নদ-নদী এবং সমুদ্র এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

নৌবাহিনীর নজরদারি শুধু উপকূলে নয়, গভীর সমুদ্রেও চলছে আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি। দেশি-বিদেশি যে কোনো অবৈধ মাছ ধরার ট্রলার রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে নৌবাহিনী।

বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত জাহাজগুলো হল:

  • চাঁদপুরে: বানৌজা ধানসিঁড়ি/শহীদ ফরিদ, বিএনডিবি গাংচিল

  • কক্সবাজারে: বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর, শহীদ দৌলত

  • খুলনায়: বানৌজা মেঘনা, চিত্রা/তিতাস

  • বাগেরহাটে: বানৌজা করতোয়া, আবু বকর/দুর্গম

  • পিরোজপুর-বরগুনায়: বানৌজা সালাম ও কুশিয়ারা

  • বরিশালে: বানৌজা পদ্মা, চিত্রা/তিতাস

  • পটুয়াখালীতে: এলসিভিপি-০১৩

নৌবাহিনীর ফ্লিট, বোট ও ক্রাফট মোতায়েনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধভাবে ইলিশ আহরণে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে প্রচার অভিযান।

নৌবাহিনীর সদস্যরা বলছেন, ইলিশের সুষ্ঠু প্রজননের পরিবেশ তৈরি এবং এই জাতীয় সম্পদ রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। নিষেধাজ্ঞার সময়কালে সুনির্দিষ্ট অঞ্চলগুলোতে কড়া নজরদারিতে চলছে অভিযান। তাদের নিরলস প্রচেষ্টা দেশের মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


 

ইলিশ রক্ষায় এমন সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং আগামী প্রজন্মের জন্য টেকসই মৎস্য সম্পদ গড়ে উঠবে। বাংলাদেশ নৌবাহিনীর এই প্রশংসনীয় ভূমিকা জাতীয় স্বার্থে এক অনন্য দৃষ্টান্ত।

@bagerhat24.com