Logo
table-post
তথ্যই শক্তি: বাগেরহাটে তথ্য অধিকার দিবসে প্রেসক্লাবের প্রাণবন্ত আলোচনা সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

তথ্যই ক্ষমতা, আর সেই ক্ষমতার উৎস হল নাগরিকের অধিকার। এই বার্তাকেই সামনে রেখে শনিবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো এক প্রাঞ্জল আলোচনা সভা ও মাসিক কার্যনির্বাহী সভা। শহরের রেল রোড এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় অংশ নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল। আলোচনা সভায় তথ্য অধিকার দিবসের তাৎপর্য, প্রেসক্লাবের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্যামল ঘোষ, তিশা খানমসহ আরও অনেকে।

সভায় সভাপতির বক্তব্যে মাসুম হাওলাদার বলেন, "তথ্য অধিকার দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়, বরং এটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়, যা একটি উন্নত রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে।"

সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, "তথ্য হলো জনগণের সম্পদ। সরকার যেমন তথ্য সংরক্ষণ করে, তেমনি জনগণ সেই তথ্য জানার অধিকার রাখে। তবে তথ্য ব্যবহারের দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের উচিত সাধারণ মানুষের মাঝে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।"

সভায় বক্তারা আরও বলেন, নাগরিকদের মাঝে তথ্যের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, এবং সেইসঙ্গে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ সময় প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার নৈতিকতা ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।


আলোচনা সভায় উঠে আসে একটি শক্তিশালী বার্তা—তথ্যকে শুধু জানার বিষয় হিসেবে নয়, বরং একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবেও গ্রহণ করতে হবে। তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই গণতন্ত্রের ভিত মজবুত হয়।

@bagerhat24.com