
সুন্দরবনে রোমহর্ষক অভিযান: মুক্তিপণের জন্য জিম্মি ৪ জেলে উদ্ধার, জাহাঙ্গীর বাহিনীর অস্ত্রসহ আস্তানা ধ্বংস
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনের শিবসা নদীর পাশে আড়বাউনি খাল এলাকায় কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। এ অভিযানে ১০ দিন ধরে জিম্মি থাকা ৪ জন জেলেকে মুক্ত করা হয়েছে এবং দস্যুদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জেলেরা হলেন –
১. মোঃ মফিজুল ইসলাম (৪২), কয়রা, খুলনা
২. মোঃ হাবিবুর রহমান (৩৭), কয়রা, খুলনা
৩. মোঃ হাবিবুর (৩৫), দাকোপ, খুলনা
৪. শাহজাহান গাজী (৪০), শ্যামনগর, সাতক্ষীরা
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় মোংলা বেইস ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে দস্যুরা ভয়ে বোট ও জেলেদের রেখে বনের গভীরে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর বাহিনীর ব্যবহৃত একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, দস্যুরা তাঁদের গত ১০ দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলে ও অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের কাজ চলছে। ভবিষ্যতেও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাহিনীটি।