Logo
table-post
মোরেলগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত সারাদেশে ১০১টি সভা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দ বৃহস্পতিবার ( ২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পূর্ব কুরুপের ধাইড় গ্রামে ‘বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী মসজিদ ও কমপ্লেক্সে’ মাঠে সভাটি করেন। 

সভায় বাগেরহাট ৩ (মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া) আসনে জাকের পার্টির যুব ওলামা ফ্রন্ট সভাপতি ও কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলিকে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির মৎস্য ফ্রন্টের সহ-সভাপতি মো আব্দুল রশিদ হাওলাদার।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। 

বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির কৃষক ফ্রন্ট বাগেরহাট জেলার সভাপতি মুন্সী বাদল রেজা, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক  শাইফুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বাগেরহাট জেলার সহ সভাপতি আলতাফ হোসেন। 

অন্যান্যের মধ্যে বক্ত ‍ৃতা  করেন, মোংলা উপজেলা জাকের পার্টির সভাপতি বাদল হোসেন হাওলাদার, মোরেলগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মান্নান শেখ, কচুয়া উপজেলা সভাপতি তোহিদুল ইসলাম মিনা, উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আব্দুর রহিম, রামপাল উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি শেখ সাহেদ আলী। সভাটি সঞ্চালনা করেন  জেলা  জাকের পার্টির কৃষক ফ্রন্টের সভাপতি মুন্সী বাদল রেজা।

 

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ব্লক চেইন’ পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। পছন্দের প্রার্থীকে ঘরে বসে এ্যপস্ এর মাধ্যমে ভোট দেওয়া যাবে।

 দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাকের পার্টির। 

@bagerhat24.com