
চিতলমারীতে অতিরিক্ত জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারী উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তাঁর সাথে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এ উপজেলার এ বছর ৭টি ইউনিয়নে মোট ১৫২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে।