Logo
table-post
দখল, চাঁদাবাজিসহ জনজীবন বিপর্যস্থ না করতে নেতা- কর্মিদের প্রতি আহবান কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমের
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা 

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্য করে বলেছেন, ' কেউ আইন হাতে তুলে নেবেন না, অরাজকতা সৃষ্টি করবেন না, দখল চাঁদাবাজি করে জনজীবন বিপর্যস্থ করা যাবেনা'। যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে। 

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পক্ষ থেকে বিধবা ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

 

বিএনপি নেতা শামীম আরও বলেন, কারো প্রতি অন্যায় অবিচার, জায়গা এবং মৎস্য ঘের দখল করা যাবেনা। যারা এগুলো করেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের করুন পরিনতির কথা নিজ দলের নেতা কর্মিদের মনে করিয়ে দেন তিনি। বলেন, গত ১৭ বছরে একটি দল রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে মানুষের ওপর জুলুম-নির্যাতন, অন্যায় অবিচার করেছে। বাগেরহাট জেলায় প্রত্যেক উপজেলার জনপদ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিনত করা হয়েছে। অসংখ্য মানুষকে হত্যাসহ এলাকা ছাড়া করা হয়েছে। 

 

অনুষ্ঠানে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এসময় দুই শ নারী-পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি। 

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, আঃ হানিফ, শাহআলম শেখ, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, যুবদল নেতা ইমান হোসেন, বিএনপি নেতা শাহ আলম, মোঃ বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, সোহেল হাওলাদার, , তাঁতীদল নেতা আজিজুর রহমান সোহাগ ও সোহেল হাওলাদার। 

@bagerhat24.com