Logo
table-post
মোরেলগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ
“নদীকে দূষণমুক্ত করি, জীববৈচিত্র্যকে রক্ষা করি” এ  প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পালিত হয়েছে বিশ^ নদী দিবস হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট যুব ফোরামের আয়োজনে ও খুলনা যুব ফোরামের বাস্তবায়নে রবিবার সকালে পানগুছি নদীর তীরে মানবন্ধন করা হয়েছে। 


  এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুব ফোরামের সভাপতি মাসরাফি মজিদ আকিব, বিডি ক্লিন উপজেলা সমন্বয়ক রাহাতুল ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবন সদস্য মবিনুল ইসলাম অনি, সোহেল ফরাজী, ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য ছোয়া আক্তার। 

 তারা বলেন, সুন্দরবন সহ বিভিন্ন নদী-খাল হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ভেসে যাচ্ছে। দোকানপাট থেকে ফেলা বর্জ্য, জেলে-বাওয়ালিদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী এবং ভ্রমণকারীদের ফেলে যাওয়া মোড়ক নদীতে জমে থেকে পানিদূষণ ও জীববৈচিত্র্য জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।নদীর নাব্যতা বজায় রাখতে হবে।  তাই নদী দূষণ ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। 
 

@bagerhat24.com