
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাগেরহাট চ্যাম্পিয়ন
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাগেরহাটের ‘রবি ভাই মেজবান বাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দৈবজ্ঞহাটি ফুটবল মাঠে সেলিমাবাদ ক্রীড়া সঙ্ঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় ট্রাই ব্রেকারে ৪/৫ গোলে রায়েন্দা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে বাগেরহাটের মেজবান একাদশ।
ফাইনাল খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।
সভাপতিত্ব করেন সেলিমাবাদ ক্রীড়া সংঘের আহ্বায়ক মো. রানা দিদার। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ দীপ, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত ও ছাত্রদল নেতা মো. শাওন দিহিদার।
খেলাটি পরিচালনা করেন মো. শোয়াইব চৌধুরী। ধারাভাষ্যে ছিলেন এসকে লিটন।