Logo
table-post
ফকিরহাটে সরকারী পুকুর দখল মুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট সদর ইউনিয়নের তৈয়ব আলীর বটতলা এলাকায় সরকারি খাস সম্পত্তি কাগতির পুকুর দখলমুক্তের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ মানব বন্ধনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, সিডিএসপি প্রকল্পের আওতাভুক্ত এ পুকুরটি বহুদিন ধরে গ্রামবাসী গোসল ও রান্নার কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার বক্কার মোড়ল ও ইউনুস শেখ সরকারি ওই পুকুর দখল করে মাছ চাষ শুরু করেছেন। এমনকি কেউ পুকুরে গোসল বা পানি নিতে গেলে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে অংশ নিয়ে প্রবীণ বাসিন্দা আব্দুল গণি (৬০) বলেন, “আমার জন্মের পর থেকেই আমরা এই পুকুরে গোসল ও রান্নার পানি ব্যবহার করছি। কিন্তু হঠাৎ করে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। আমরা এদের হাত থেকে মুক্তি চাই। স্থানীয় শিক্ষক মো.শহিদুল্লাহ বলেন, সরকারি সম্পত্তি সবার জন্য উন্মুক্ত। অথচ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।

মানববন্ধনে অংশ নেওয়া শিরিনা বেগম বলেন, আমি পানি আনতে গেলে বক্কার মোড়ল ও ইউনুস শেখ বাধা দিয়েছে। আমরা চাই পুকুরটি আগের মতো সবার জন্য উন্মুক্ত হোক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে সাধারণ মানুষকে ব্যবহার থেকে বঞ্চিত করা একধরনের ভূমিদস্যুতা। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানান। 

@bagerhat24.com